পৃথিবীর মহাবিস্ময়ে ক্ষুদ্র বালুকারাশি আমি !!
  খুঁজে চলি রহস্য অনন্তর, কে আমি ? বিশ্বভরা প্রাণের মাঝে-
       প্রতিদিন,প্রতিরাত সহস্র প্রাণ সৃষ্টি, বিনাশ
     কে তার নিয়তি,রচেছে কে মহাবিশ্ব তিনভাগ জল?
    মহা ব্রম্মান্ড মাঝে সৌরজগত কত ? কোথা তার কত প্রাণ-?
  কে রচেছে মানুষ আদল ? এসেছে কে প্রথম প্রাণীর নমুনা-?
            কে ছুঁয়েছে বিশ্বময় এ রহস্য প্রাণ ?
            অনন্তর মহাজলে ভাসমান এ বিশ্ব প্রবল
       আমি,তুমি কীট শুধু জানা আর না জানার ভ্রম!!
        হাবুডুবু বোধে নিয়ত এ ক্ষুদ্র গন্ডী মাঝ-
                 সন্তরণরত ডাঙার আকূতি প্রবল-
   ডাঙাটির মাঝি কোন্ গ্রহান্তরে রেখেছেন অকূল প্রমাণ-?
   আমি তার পুরুষানুক্রমে মিশে যাই ক্ষুদ্র জন্মান্তরে,
          সেও এক প্রজনন প্রথা,কীটের আদলে।
সে মাঝি রেখেছে হাল চর্তুসীমা চার গন্ডী পার
         সৌরজগতটুক আর নিজস্ব সৌরসংসার-
   মঙ্গল বুঝি ভুলক্রমে চাঁদের অধ্যায় হয়ে
               মানুষের বোধের প্রকার--
            সহ্য হয়ে আছে আজ প্রসব জ্বালায়।
মহাজ্ঞানী বলেছেন আর নয়,সীমাবদ্ধ করে দাও এ পরিস্থিতি
          ততক্ষণে আমি অতি ক্ষুদ্র বালুকার চ্ছলে
        খুঁজে চলি কে প্রথম আমি না কীটের আদল?
        এসেছে কে,কি প্রকারে মানুষ প্রজাতি প্রবল?