আরো একটু সভ্যতা ছেড়ে দুই পা পেছাও প্রিয়--
আঁধার দুয়ারে ভাঙণ ডাঙার আবর্জণায় স্বীয়-!!
দেখ যদি কোন বস্তি মাখানো ডাস্টবিন ময়লা
হয়োনা ভ্রান্ত সময় অভ্রান্ত প্রগতির গতি হায়!
মশকেরা যেথা ছেয়ে রাজত্ব অবিরাম দংশনে
ছেয়ে দেয় কীট ডেঙ্গুর বিষ দুরারোগ প্রহসনে।
কস্মিন কালও ভোলে পদাঙ্ক মনিষীর যাতায়াত
থেমে আছে গতি তবু দুর্গতি  জীবনের বনিয়াদ।
দেখ যদি ঘায়ে কি অবহেলায় ফিরো না বন্ধুবর!
দুই পা এগিয়ে থেমো পর পায়ে সংবাদ অতপর।
যদি মনে হয় ভাঙণ  ডাঙায় আজব নিয়ম কানুন
জেনে  যাও কবে কে কোথায় রচেছিল এ আইন।
কাব্যরা যেথা  মহামারী হয়ে বিষম  প্রভেদ গড়ে
রেখে দেয় সেই  মহাকালেই সিন্দুক  অনাড়ম্বরে।
সেই সুযোগটা নিয়ে গেছে ওর শৌর্য্যের অবসাদ
রেখে দিয়ে পিছে প্রগতির নীচে রচেছে দু-সংবাদ।
মঞ্চের আলো অযথা থেকেছে মরিয়া হয়নি কথা
কোন আলোড়ণ গড়ে সে  স্থাণ হয়নি  অন্য প্রথা।
বলেনি সে ভাষা  উন্নতি আশা মূক  বধিরার গ্রাম
দুর্ণীতি পাঁকে ছেয়েছি নিজেকে,চেনো কি পরিণাম?
বটতন্ত্রীর ছিন্ন তন্ত্রী অবক্ষয়ের বেদী,হেরি মনস্তাপ
থেমো  না  বন্ধু  ছুঁয়ে দিয়ে যেও প্রগতির উত্তাপ!!
ময়লায় ছাওয়া গ্রামখানি তবু নিবিড় স্মৃতির টান
যদি আসো তবে না  চিনেই যাও বন্ধুর অবস্থাণ।