অনেক গল্প জমেছিল তার সাথে,
উঠতে বসতে,হাঁটতে চলতে কতভাবে,কতরুপে-
প্রায়দিনই মরতে মরতে বেঁচে ফেরা
তবু বাঁচিয়েছে সে-ই আমার দৃষ্টি ঘুরিয়ে
কখনও দেখেছি অথৈ জল,কখনও তীব্র মারণ
দেখেছি কখনও লেলিহান রোষ আর বহ্নিকরণ,
দস্যু দেখেছি আবার মানুষ দেখেছি অনেক,
অনেক দেখিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সে আমায়-
এনেছে মরুর প্রান্তে,বলেছে হৃদয় নেই
পৃথিবীর রোষ স্ফুলিঙ্গ হয়ে শুষেছে যাবৎ--
অশ্রুত অঞ্চল,নেই প্রেম,নেই প্রিয়া-
প্রতি বালুকণা হৃদে নিবিড় মর্মব্যাথা।
কাহিনী হয়েছে প্রিয় আর প্রিয়া অলিখিত শয়তান,
কেড়েছিল সেই আদিম জীবন যুগলের বলিদান--
সেই রক্তের স্রোত ভেসে যায় কখনও জ্যোত্স্না রাতে..


অনেক,অনেক গল্প জমেছিল তার সাথে।
নিয়ে এসেছিল কোলাহলহীন প্রান্তের মাঠটাতে
জানতে চেয়েছি," হৃদয় তোমার আছে" ??
ডান হাত তুলে আঁধার গগনে হঠাৎ শ্লাঘার টানে,
দেখাল আমায়," ঐ,ঐ দেখো প্রিয়া মিটিমিটি চেয়ে হাসে,
ওখানে হৃদয় আছে"।