চুপ,কাগজটা উড়ছে হাওয়ায়
একালের সংসদীয় ছাড়-
বৃত্তীয় সুখ রেখে দাও তুমি
আর নির্দিষ্ট ঘুমিও..


পার্লামেন্ট দিয়েছে জীবন প্রসারণ
মাপা যাবে পৃথিবীর নেট ফলাফল
মিলিয়ে দেখেছি নগরীর ঠোটে ঠোঁট
তুমি একা উত্তরণ নও..
আরও ক্রমসুখ উড়াণ প্রগতি
জাগতিক ঠোটের কবলে মুগ্ধগ্রাস..


এমন স্বর্গ নেই স্তুতি মেপে দেবে
দায় কার,দেবতা প্রথার প্রচলন
ক্ষুন্নির বাটি হাতে আমরা সবাই
পরমান্ন খাবো স্বর্গীয় প্রসাদ..


থাকো ছেলে কোলে
নির্লিপ্তের মোহ্ মেখে
উদাসীর বাঁশিময় সুরে তা
দিও জন্ম আর এক বিপন্নের..


সংসদ ছাড় দেয় বোধের অতীত
অনেক বিষাদ জমায়েত
মেনে নেয় মুমূর্ষতা রাঙা লিপস্টিক!!


আমি স্বর্গীয় প্রসাদ অমরত্ব পাব,
মেনে নেব তাথৈবচ বৈচী জীবন..
যেদিন খোড়া হবে আর এক বৈদিক
আমার প্রত্নে কোন গবেষণা হবে...
পড়বে আমার বংশধর!!


উড়িও কাগজ,যদি পার চলে যেও
নগরপ্রান্তে কোন দরবার-
ছেলে কানে রেখে দিও,'চুপ মন্ত্র'
ঝেড়ে নিও যত আছে কালের যাপন
প্রসারিত দুই হাত..নাহ্ কোন ছুন্মার্গ নয়..
তারপর ধীরে যেও নগরী হৃদয়ে...