ঘড়িতে রাত বারোটা, শেষ হল পূর্ণাঙ্গ দিন
  দখলের মাঠ জড়ো করা উত্পাত,ক্ষান্ত হল
পাশ ফিরে শুলো প্রাত্যহিকের নর নারী
আগামীর লিস্ট মেনু পদ মাসকাবারী।
নিশুতির ফিসফাস অপেক্ষায় ফিরে গেল
ওপাশের নিস্পৃহ তরুণী জ্বেলে দিল জিরো লাইট।


একদল কুক্কুর নৈশ ক্রিয়া সেরে
টানটান সবেমাত্র ঘুম  সারি সারি-
ওয়াচম্যান শেষ হুইসেল জানান দিল, রেডি স্টেডি...।।
গতির দুরাশা মুছে শহর জঠরে
পড়ে আছে প্রাজ্ঞময় স্তিমিত সকাল।


না এসো না এখনই চিন্তিতের কাল্
বরং আধোঘুম ভালো, নিশুতির কোল ঘেষে-
আলো আঁধারির স্বপ্নজালে আমি সেঁকে নেব
আকালের বিবিক্ত প্রহর।


দাঁড়াও তীব্র প্রখর--থাকনা কিছুটা নরম মোলাম
জগতের ওম সুখ জীবনের আনাচ কানাচ-
মেখে আমি উষাদের আলতো শিশির হবো।
তারপর এসে ছোঁব তোমাদের মহুয়ার বন
মেলাবো হিসেব দানে আর ধ্যানে নির্লিপ্তের ফল।


ধীরে চলো আমাদের একত্রের কাল্
এবার মিতালির দেশে হবে বহ্নি উত্সব
পাল্টাতে হবে পোষাকে মানুষে পরিচয় আর লেনদেন
দুচোখের অনূঢ়া কামধেনু মেলো হিসেবের চোখ
তারপর হেঁটে যাই নগরীর কাঁধে কাঁধ
তেল নুন ব্যঞ্জন আর অবৈধের মোহে
গেঁথে নেব সংস্কারে আর এক সকাল।