ভোর হলে দেখি যেন ছিল যে যেমন
সূর্যের আলোময় এই সমূহ জীবন।
ছিল যে পাশের জন জড়িয়ে আপন
মুখ তার  চিরকাল প্রেম মহীয়ান।
আপনার মুখ দেখি ঘুম ভাঙা ভোর
যেন ছুঁয়ে রাখে সব স্নিগ্ধ শুদ্ধতার
সাগরটা সমাহিত আপনাতে স্থিতি
সুনামি,টর্নেডো আর ক্ষিপ্ত পরিস্থিতি
যথাস্থানে যেন থাকে প্রেম,স্নেহ,মায়া
হয়ে যাক্ স্ট্যাচু সব মানুষ প্রচ্ছায়া
কলকাতা ছিল যেথা থাক না তেমন
সবুজ  পাতায় ফোটা শিশির ভুবন।
যা যেমন ছিল রাখা সেই স্থাণ থাক্
কিছুটা  বদল হলে হবো না অবাক।
দেখেছি যেমন তুমি ডাক দিয়ে যাও
প্রেমে অপ্রেমে মোহ বাঁশোরি বাজাও।
যেন যেও নিয়মিত ঘুম ভাঙা চোখ
যেন দেখি পৃথিবীতে রয়েছে আলোক।
সমতল  থাকে  যেন ছিল চিরকাল
শোভাপাক উর্দ্ধে ঋষভের কবচ কুন্তল
মন, প্রাণ দেখি যেন ছিল যথাস্থাণ
ভোরের দৃশ্যে যেন দেখি অবিরাম......