আড়াল গড়ি আপন মনেই
নিজের মাঝে আড়াল গড়ি
      সমাবেশের চোখধাঁধানো আলোকচ্ছটায়
কবি নামের স্মারকগিরি
জাঁকযমকের  ফুলঝুড়ি।
      প্রশংসা আর খ্যাতির ধাঁধার ঘূর্ণিপ্রভায়
আড়াল গড়ি সমাজ কানুন
ইনামভাতার এলেম আনন।
      ওইখানে ওই উচ্চবানের সিংহাসনে--
তোষণদারি তাই ভয়েই মরি
নিজের মাঝেই আড়াল গড়ি।
       হৃষ্ট ওরা পুষ্ট সদা খ্যাতির স-সম্মাণে।
মহর্ষি ওই  জগত্সভার  মাঝে
পুঁথির ভুবন তুলল জ্বেলে সেজে।
        জ্ঞাণী,গুনীর মান জুটেছে তুচ্ছ আমার শ্রম
হায়  ফেলল  ছুড়ে নির্বিচারে
সাজল মানুষ গুনীর সমাচারে।
        বৃথাই আমি আড়াল হলাম নিস্ব পন্ডশ্রম ।
গড়ি যা তাই ভেবে না পাই
রাখবো কোথা আসন যে নাই--
         ওইখানে যে তীব্র প্রচার হ্যালোজেনের ভান
এইখানে এই আড়াল ক্ষণে
গেলাম রেখে স-সম্মাণে-
         তুচ্ছ বেনাম,বৃন্তচ্যুত বৃহত্সভার বিমুখ আয়োজন।
তোমরা আছো চাই না কিছু
পেলাম না যা আগুপিছু---
          ভরিয়ে দিলে প্রাণ ভুবনে জুড়িয়ে সম্মাণ----
ডেকোনা ভাই কবি নামের
ইগোর দেওয়াল ভ্রমের।
           আড়াল থেকেই হোক্ জীবনের পূণ্য প্রতিস্থাপন।