ওলো যৌবন, ধরো  সামগান আশ্রমীর
বও পুঁথিভার দেশ গড়বার যে তদ্বির...।
চলো প্রথা মেনে দেশের দশের সাম্যবাদ
না হয়ে ভ্রান্ত ব্রম্মজীবন করো আবাদ...।
ওরে যৌবন ভোলো উদ্দাম প্রেমনাম
ওখানে ফুলের ভ্রমরার মোহ আয়োজন।
তোমরা দেশের দশের খাতিরে অবদান
আয়োজন গড় পোক্ত ভিতের সম্মাণ।
                     ২              
আমাদের বুকে স্বাক্ষর আছে জীবন পরমানন্দে
গার্হস্থ্যের এ চরম সুবাদে গড়েছি পরাণ ছন্দো।
পাহাড়ে পা রাখি উড়ি  আসমান হৃদির ঝঞ্ঝায়
রকেটের গতি মেপে দিয়ে আসি ফের সীমানায়।
ঢুকে যাই মাটি ভেদ করে আঁটি ফসল মোহনা
আরামসে খাই হাত পা ছড়াই ভুলি সব যাতনা।
হাড়টার থেকে শুষে মজ্জা দিই খালি করে ঘিলু
উড়াই প্রেমের সবুজ নিশানা মন সাহারার বালু।
                         ৩
যা যা যৌবন তফাত্টা  রাখ ঢেকে ঢুকে আবাহন
ফিরেছি সমুখে পেছনটা মিছে নাই আর প্রয়োজন।
থাক তোরা বেঁধে যোবন আলোকে ছুটি আমরাই
নানাবিধ ফুল ফোটাবো মরুতে পাথরেও বর্ষায়
কারা ঢেলে যায় হৃদয় সরস ফোটায় শুধু প্রেম
চির  দুনিয়ায় আমরাই  আছি উদ্দাম অবিরাম।
এগিয়ে চলার প্রহর আমরা জয় করেছি যে ভয়
তোদের এখন মরা ভাদরের আমরা চির অভয়।