কি সুন্দর কথা বল তুমি-মূহুর্তে হৃদয় প্রগলভ্
সেদিন আমার বিষাদের কথা জানাতে-----
বলেছিলে," উড়িয়ে দাও মেঘের মতো,ধরো--
পৃথিবীর প্রত্যেক বিষাদ এক একটি নক্ষত্র হয়ে গেছে,
আলো হয়ে গেছে,ঝর্ণার নির্ঝর আর প্রকৃতির কলতান"।


কি ভালোবাসতে পারো-অনেকটা সময়
ছুঁয়ে থাকা যায় হাত বিশ্বাসের মতো-
কি ভালো বোঝাতে পারো জীবন সন্তাপ--
ধূসর অধ্যায় রেখে পেয়েছি উদ্ধার,
বলেছিলে--"আসলে ধূসর কিছুই নয় !ও শুধু উপেক্ষা প্রবল
  ছুঁয়ে দ্যাখো হৃদয় নিবিড়--
কয়েকটা নদী,সাগরের মত অথৈ প্লাবন"।


কি মধুর প্রেমময় তুমি--সব মিলে মনে হয়,
জাগতিক চাঁদ,তারা,প্রকৃতি অনন্ত সবুজে--
রেখেছে বাসর গড়ে নিরাপদ তোমার,আমার
দূরে থাকে ঘাত-প্রতিঘাতে বিঘ্ন পৃথিবী ।


সব সু্ন্দর প্রিয়তে তুমি--
বিদ্বেষ, বেদনা হয়ে যায় সুনিপুন আলাপন,
  বলে দাও," প্রতি হতআশা রিক্ত হয়ে আছে
কোনো অপ্রেম আঁধারে--জাগাও সাদরে-
অস্থির পাষাণ জমা সূত্র মানুষ আর প্রগলভ্ নিরেট অন্তর,
দেখো, মিলে যাবে হিসেব পূর্ণতা,
                    কারণ হারায়না কখনো কিছুই!
কালের প্রহরে রিক্ত সে সাময়িক , মেলে দাও মনের আগল"।


আমার আমিরে শুধু হিসেবে পোষাই
    পারি না সূত্র সংজ্ঞা নির্ধারণ , সীমিত প্রত্যয়
  প্রতিবার হার হয় তোমার সমাধানে
         আর প্রতিবারই শেখাও," হৃদয় প্রসারণ--
   আরও, চৈত্র্য শুষ্কে, আরও খানিক প্রাণের সিঞ্চণে--
ফিরে দেখো তারপর তোমাতে মুগ্ধতা ছোঁবে--
         কোনদিন কোনো প্রিয়জন"।