ওহে তিমিরবরণ,
       বলো কোন পথে যাই,বলি বা কাকে?
যে পথেই যাই অবশেষে ম্রিয়মান আলো,
   যেন রঙ মাখা শ্লথ্ বিনিময়
  কি কথা জানাবো-------??
কি আলাপে ?কোন প্রসঙ্গ ধরে জমাবো কাব্যালাপ?
   প্রগতি কি?-------------কখনো না!
   উন্নতি?------------'থামো,এখন সম্ভোগকাল"।
   পথের ঐ সম্ভ্রম একসাথে সদালাপে
সদগতি সাজাই চলো-------'নাহ্, তার চেয়ে উত্সব,মিটিং"।
    চলো তবে সাহিত্যাঙ্গণ-------ধ্যুর্, পাগল প্রলাপ।
     এবারে রিলিজ হল মজাদার বই শারুখ,জুহির।

এসো তবে ডাস্টবিন ধূলো ঝেড়ে স্বচ্ছ উদ্যান?
        নাহ্---------পুরসভা কেন?
   তবে চাঁদা তুলে মেরামতি--------আপন শহর?
    রোসো----------পুরপিতা,মাতা আছে,অযথা কেন?
     তার চেয়ে দু পেগ ,সিনেমা,প্রেম খুনসুটি----।
  
চলনা সাজাই মাঠ সুইমিং পুল,স্লিপ,দোলনা,ঢেকিতে
   আহা কত আহাম্মক!----------কার টাকা,কে দেবে?
            কেন পূজো থেকে খানিক বাঁচিয়ে।


ওহে শশীবরণ,এইবেলা থামো ডাক দেও শিখে নাও
  প্রগতি কারে কয়?-----------প্রকৃতির জল আছে,
    মুক্ত উদার,অমায়িক বায়ু,মুক্তালোক রবি,শশী--
     খামোকা মাথায় কি ঘুঁনপোকা নড়ে আজকাল?


    শশীবরণ, হাতখানা ধরো,চলো যাই রাস্তার-
                      চা আড্ডায়।