হপ্তা নগদ পেয়ে ঢাই মাংস,মাছ নিয়ে
     বাড়ী ফেরেন বাবু,জমিয়ে খানা পিনা।
গিন্নীর তদ্বির ঠাকুরের সেরা ফল,ফুল,মালা
ছোঁওয়া ছুঁয়ি বাঁচিয়ে বাড়ীর সমুখে,
একগাল আদ্লাদে হাসি,' অ নিটুর মা-হু!
          আজ কিন্তু সকাল সকাল খাবো"।
আড়চোখে গিন্নী ভালোই বোঝেন কর্তার ইতি উতি
    'যাঃ কি যে বল'----প্রেমের আধোবোল।
রগরগে হপ্তা পেমেন্ট-মিলেমিশে কোর্মার সোয়াদে ভরপুর,
  জমিয়ে পূজা পাঠ সেরে দীক্ষা মন্ত্রে ছুটি উদযাপন-
টেবিলটা ভরপুর রসে আস্বাদে আলাপে প্রলাপে
  ফিসফাস,বকবক,হাহাহিহি,গোপন কথন।
শুনে সব কালের প্রহরে রয়েছে স্থাপণ
    ওরা জানে দ্বিপদীর স্বার্থ কায়েম
  খাবার টেবিলে রয়ে যায় সব উক্তি স্বীকার।
আনমনে ভুলো বুঝি ঢুকেছিল মাংস আশায়
  হাড়গোর যদি মেলে কিছু,ভূখা পেট,শীর্ণ শরীর
আহা কত আশা---একবার চেয়েছিল মনিবের দিকে
ভৌ ভৌ ডেকে ল্যাজ নেড়ে বুঝি ভেবেছিল--
মনিবেরই মত---ভরে গেল পেট তার অথৈ খাবার-
জন্মে দেখেনি সে দরদী ধরণ,এমন খাবার খায়নি কখনো-
     মূহুর্তে থান ইট দিল তার আশা জল ঢেলে,
হায় ভুলো!' এত নুলো তোর ডাস্টবিন কি দূরে ছিল খুব?
   বাসি, পচা খেয়ে মুখের আস্বাদ নিতে-
  কেন গেলি বল? শেষে খেয়ে এলি ইটের আঘাত!
       হায় ভুলো এটাই প্রাপ্র্য তোর--
কেমন, পাল্টালো তো মুখের আস্বাদ' ??