উথলে উঠে পাষাণ বেদীর  ক্ষুব্ধ জাত্যাভিমান
গোলা বারুদ আর ধ্বংসলীলার প্রলয় লেলিহান।
শেকল বাঁধা  হায়েনা লোলুপ হিংস্র মীরজাফর
ভাঙছে দেশের ঐক্য প্রবল আমাদের ঘর দোর।
ভাঙছে মানুষ প্রেম,প্রীতি,বল্ শমন রোষের ভয়
ওরা আখের বুঝে ফেলছে পিছে নরাধম নির্দয়।
অতীতের কানে শোনো নিশব্দে ওদের বধ্যকূপ
ফাঁদ পেতেছিল লুটেরার দল সাম্রাজ্য লোলুপ।
ভিখীরি করেছে বাংলার মাটি ঐক্য সাজের গাঁ
ওরে দুবৃত্ত লুটেরা দস্যু ইতিহাস রেখে যা......।
দলে দলে বীর অমর শহীদ রক্তে রাঙানো মাটি
রেখে গেছে তায় কতকথাময় তোদের দুর্গ ঘাঁটি।
যুগেযুগে তোরা বীর জোয়ানের ভেঙেছিস সংস্থাণ
বরণ মালায়  দীপ্ত  সভায় রেখেছি তা অবিরাম।
বেদীর আলোয় তোদের নিশান বেদনারা স্মৃতিময়
অশ্রুজলের কাব্য কথারা নীরবে শুনায়ে যায়...।
নীরব শিশুর কথায় জাগেনা স্নেহ প্রীতি ভালোবাসা
কেড়েছিস তোরা প্রকৃতি ঘেরা বায়ু,জল,আলো,আশা।
মানুষ দূষণে কলুষিত প্রেম পণ্যেরা পথে ঘাটে
ধ্বংস দূষণে বারুদের ঘ্রাণে শহীদের দিন কাটে।
শহীদেরা বাঁচে প্রকৃত মানুষে বেঁচে থাকে স্মৃতিময়
তোরা রয়ে যাস নরাধম আর  দুরাচার দুনিয়ায়।