আমাকে একটা স্বাধীন দ্বীপ দাও
     তোমার অমর হৃদয়ে জ্বেলে দেবো
  মূর্চ্ছণার আবেগ কবিতা বহ্নি-
কিছু কন্দর দাও উপকথাময়  
  ছুঁয়ে দেবো অনন্ত উপশম।
ডালিমকুমারের প্রেমকাব্য পেলে
রামধনু বৈচিত্র্য এনে দেবো মরমে তোমার
ঘর বেঁধে আকাশের মোহনা সিঁড়িগুলো
ভরে দেবো পৃথিবী উত্সময়
   একটা স্বাধীন সমাজ দিলে
ছেয়ে দেবো মানুষ কাব্যময়।
   সাগর উত্স নিয়ে মনগুলো
জলজের গভীর হৃদয় হলে
  শব্দরা বুনে দেবে সেই প্রতিক্ষণ
আমায় এনে দিলে মোনালিসা প্রেম
  বলে দিতে পারি তুমিও তো সেই অনুচ্চার
ঋণাত্মক সূত্র আর অগভীর বহতা প্রবাহ
   কাব্যসূত্রে দিতে পারি উদ্ভিন্ন সময়
সবইতো ঝিলিমিলি কাব্য প্রতিতী।
এনে দেবো দেখো এক নৈস্বর্গিক যুগ  
আমায় দিও শুধু স্বাধীন এক দ্বীপ।