আমি মুগ্ধতায় ছুঁয়ে থাকি বৈরাগ্য বিষাদ
  দেখি কেমন আলগোছে শীতের চাদর মুড়ে-
গুটি গুটি শীত ছড়ায় কুয়াশা ছন্নতা
জড়ায় স্বকীয় কায়দায় শহরের বিকল্প বাতায়ন
  ডুড়ে বসে বারান্দা বৈঠকে মজলিস আলসেমি
পিঠে ভরন্ত উত্তাপের খুনসুটি
তীব্র ঘোষণা---"এসেছি আমি এসেছি"।
"কোথায় গো জামবাটি পাথরের নলেন পায়েস"?
আমি মিশে যাই চুঁইয়ে পরা দুধ লাল পরমান্নে
স্নানের জলে,ওপাশের বেডরুমে
অবাধ যাতায়াত আঁধার আর কুঁয়াশার-
তার মধ্যে মিলেমিশে আছে লেপ কাঁথা উষ্ণতা
  জড়াজড়ি হতে হতে ফিরে আসে রৌদ্র ব্যাপক
ভালোবেসে আসে নতুনের স্পর্শ নিয়ে
বলে," ছোঁও ছুঁইয়ে দাও---আগুন তো এতেই আছে,
  জ্বাল দাও রসদের অনন্ত কাবাব"।
ছুঁয়ে থাকি জীবনের প্রতি অধ্যায়
  বেঁচে যাবো বলে
আরও কিছু উষ্ণ হতে
ছুঁয়ে থাকি রোমাঞ্চ কণা প্রতি ধাপ
আবার বৈরাগ্য বিষাদ পাল্টায় অবাধ।