একলাতে  ডুব দিলে মগ্ন মেলে ভাবনা ঝাঁপি
ঠিক যেমনি লক্ষ্য ভেদী অসম দূরে দৃশ্য মাপি।
নিচ্ছ না কি ইচ্ছে আমার আশমানী গায় সাজ
বুলিয়ে ছিলাম রং প্রভাতী মেঘেয় তরী কাজ।
ইচ্ছে কিছু  রেখেছিলাম  আকাশ মাটির প্রাণে
দিগন্তে চুপ মিলন বাসর দোঁহের আকূল প্রেমে।
বাগ বাগিচায় ভ্রমর গোনে প্রহর আসা যাওয়া
মধুর্মিলন উত্সবে তাই চলছে তরী বাওয়া--।
ঝাঁপটি আমার ইচ্ছে মতন রসদ নিতে চায়--
মন  হারিয়ে  গান  ভরিয়ে  ছন্দ দিয়ে যায়।
চুপটি থাকে হৃদয় যেমন ডুবলে মগন ভাবে
একলা পেলে দখল করে আসর হা হা রবে।
ভাবনা আমার পাপড়ি মেলা উদাস সাথীরা
ভিন্ন হলেও দলগুলি তো নীরব বোঝাপড়া।
ভোরের শিশির চকমকি রং ওদের বার্তাবয়
শ্লোকের দেনা পাওনাটিও  সাজায় অর্থময়।