তোমায় শোনাবো বলে একটি শুদ্ধ গান
   শুরু হয়েছিল সেপ্টেম্বরেই শৌখিন পিয়ানোয় !
একটি নৈশভোজের ককটেলে !
তোমার দীপ্ত দৃষ্টির অন্তরালে চোখ রেখে
  থামতে হয়েছিল প্রথম মুগ্ধতায়।
ভুলে গেলে তুমি ? দুধ সাদা ইচ্ছেরা জড়ো হলে
  তুমি অনায়াস বৃষ্টি নামাতে  
              মায়বী গজলে।
  ভরে যেত মায়বী আলোর দৃষ্টি-
তখন মেঘ,পরী আর নক্ষত্র রাজ্যময়
    আমাদের বিচরণ হাতে হাত,চোখে চোখ
তরতাজা হিমেল প্রান্তে যেন স্বর্গচ্যুত বাসর!
ভুলে গেলে তুমি ? সেই কনসার্ট
  আর  মেঘবতী পাহাড় ছুঁয়ে বল্গা ছুট
আরও দূরে কোন পিরামিড অচীন দেশে
আর প্রথম উষ্ণতার আস্বাদন,আগুন আবিষ্কার,
বলেছিলে মানুষের প্রথম সভ্যতা--
আমিই ছুঁয়েছি প্রথম,সেই কিংবদন্তী ছল্,
     আজ সেই তাপ ঢুকেছে গভীরে।
বড় শখে স্বরলিপি জুড়ে সেধেছি সাধের গীত্
  সেই সেপ্টেম্বর থেকে আজও এলেনা তুমি
আগুনটা জ্বলছেই, কোন প্রীতি নেই প্রকৃতির
  নেশা ছিল রক্তক্ষরা, আজ কোন ককটেল নেই-
কোন অজুহাত নেই আমার শুদ্ধ গান শোনারও
      নেই কোন প্রাণাধিক অন্তর-
এসো তুমি সেপ্টেম্বরেই ,যদি শুরু হয় ফের
       কোন উপাখ্যান- এসো সেপ্টেম্বরেই বরং।