মন যদি বলে চেনা ভাবের খাতায়
গরমিল হিসেবেতে অচেনা সে রয়।
বিন্দু  সিন্ধু সে যে  কাব্য অলংকার
মিলায় প্রহরকালে  হৃদয়  অবসর।
আসা যাওয়া নিয়মের দুদিনের খেলা
খেলায় সে যাদুকর সন্মোহের বেলা।
আছে তার পরিস্থিতি পথের ধূলায়
হাসি আর  কান্নার নীরব বেদনায়।
যদি কভু প্রেম বলে আমি চিনি তারে
জীবন ভাবিয়া খুন কিসে পালিব উহারে------