শুধুমাত্র পৌরুষ ছোঁবার লক্ষ্যে
   শীতলক্ষ্যা ময়ুরাক্ষীর অতল ছেঁচে
সাজিয়েছি নগরাক্ষী মায়াবী কৌমার্য্যে
  অঙ্গে অঙ্গে লালসার কোকনদ অলি গলি-
শুধুমাত্র পৌরুষ ছোঁব বলে--
  সহস্র হোর্ডিং ছুঁয়ে বেমিসাল রুপটান ভ্রূ
কটাক্ষে রোশনাই পৌরানিক মায়ের জরি পাড়,
     শিশুকাল পর্যাপ্ত প্রচেষ্টায় মিহি সুর, নমনীয় মন।
আজও জানি অগ্রগতির রথ মৌন ইশারায় স্থিত
  নোটিশে বিজ্ঞাপিত-----
সো তো মাহেন্দ্রক্ষণ অধিরত দৈবিক প্রাজ্ঞতায় লব্ধ
  কোথায় কাঁধে কাঁধ মেলানোর তদ্বির?
আপনাকে তুমি বলতে চেয়ে ফেঁসে যায় যমুনারা
আমি আলাদা হতে পারতাম---
       কিন্তু কিভাবে-??


সৌরজগতে যদি অন্য গ্রহ গড়ি
আমাদের যাবতীয় আকাঙ্খার মূল
হতে পারে লক্ষ্যে অবিকল-
  রাখবো কিন্তু,
তুমিই বা কোথায় ছোঁবে সূত্রের প্রাজ্ঞ অবলম্বন?
পাশের আসনটাতে ?
নতুবা আমরণ পৃথিবীর লক্ষ্যে ছুঁতে হবে
কেবলমাত্র পৌরুষে পরমায়ু।