হাজার বছর পরে যেন শুনতে পেলাম স্বর
       আমার মৃত পুষ্পকুঞ্জ ঘিরে
যেন গেয়ে গেল কোয়েল সুরে দীপ্র সুমধুর।
       যেন কার বেদন বাঁশীর ঘ্রাণ
হৃদয় ছুঁয়ে আকূল হল স্তব্ধ মদির প্রাণ-
       সুবাস ঢেলে মুখর সভাময়
যেন কে আসে আর প্রাণ দিয়ে যায়,হায়-
       পুষ্পগুলি উঠল জ্বলে প্রাতে-
ছড়িয়ে দিল জীবন সুধা কুঞ্জসভা ময়।
       যেন হাজার প্রাণের ঢেউ  
খেলছে উদোম হৈ-হুল্লোর বুকের মাঝে কেউ।
       আমার গীতায় কেবল শুধায়-
আকূল কলরব,কে গেল কে ভাটির ডিঙা বায়।
       বহুকালের পর জাগল ফিরে-
সুরের আবাহন আমার মৃত পুষ্পকুঞ্জ ঘিরে-
      হাজার বছর পর বৃষ্টি ছড়ায় কে রে।