হারিয়ে গেছে বন্ধু নামের অগাধ সরঞ্জাম
জীবন ঘিরে  আঁধার নামে শঙ্কা পরিণাম।
হৃদয় আলো বিবাগ হলো বিষাদ প্রহরময়
বন্ধু  তুমি  ভাবলে মিছে ফেরার দুরাশায়
সবই  নিলে  জীবন  মরণ ভুবন  কলরব
মুছে গেল ভাষা ভগ্ন কুয়াশা দৃষ্টি মনস্তাপ।
হেনে আলো,আশা,হৃদয়  দুরাশা  হেলায়
ঘুরি দেশে বিবাগের বেশে মৃত আঙিনায়।
দিয়েছো ফিরায়ে শ্মশাণ বাসর শেষের ঠিকানা
চলেছি সেমুখে নীরবে ও সুখে আমার পাওনা।
ফোটেনা মুলুকে আলোক দুচোখে উদাস প্রেম
শক্তি ফুরায় প্রেমহীন পথে  অবহেলা উদ্দাম।
এসো না পিছে কখনো মিছে যেও চলে সমুখে
রয়েছে দাঁড়ায়ে সেপথ ছড়ায়ে দৃপ্ত নুতন সুখে।
চলে  যাও , যাও চলে  বন্ধু খুঁজো না নিরন্তর
কত তারা ঝরে বিদায়ের ভুলে রাখে কে খবর।
বাঁচাও এল যে অশেষ আকূলে অগাধ সম্ভাবনায়
রেখ ধরে সুখে ভালোবেসে বুকে আমার দিও বিদায়।