চাইছি একটা  বৃষ্টি  নামুক  ভীষণ ঝ়ঞ্ঝা মতো
ভেঙে গুড়ো হোক প্রগতির ছাই উঞ্ছ বৃত্তি যতো।
নাগপাশ  ঝড় তান্ডবে  ধূলো  ভগ্নাবশেষ ঘিরে
বিরাট শিশুর খেলাঘরটাতে আঁধার আসুক ভরে।
ধংস নামুক কাম কামনার লেলিহান আক্রোশ
প্রতি শিশু  যেন উন্মাদনায় রপ্ত আবেশে বশ্।
স্নেহ,প্রেম যত ধুয়ে মুছে যাক লালসা সংবাদ
উদ্ধার হোক্ ভঞ্জনীদের সুমহা বিবর্তনবাদ।
ধামাচাপা থাক রক্ষকবেশী ভক্ষকে সমাচার
ম্লান হয়ে যাক্ দুর্বিপাকের ব্যকূল উপাচার।
টর্নেডো  হোক উপ্রে হৃদয় একটা প্রবলতর
মুছে ধুয়ে যাক বেঁচে থাকা যত শর্ত সহজতর।
দাও ঝড় আরো তুফান প্রবল দৃষ্টিহীনের শব্
নতুবা সাজাও  সুন্দরতরো  জীবনের সংস্রব।
ঝঞ্ঝায় মারো ধূসর চেতনা কিংবা জোয়ার আনো
প্রয়োজন আজ সুস্থ জীবন নতুবা ধ্বংস হানো।
চাইছি একটা উদ্দাম ঝড় লয় হয়ে যাক যুগ
নতুবা বাঁচার সংজ্ঞাগুলোয় সঁপে দাও প্রাণস্তূপ।
নৃত্য প্রলয় শংকা ঘিরেই জন্মাতে প্রাণ সঞ্চার
ঘৃতাহুতি দাও কিংবা ছড়াও বিষ মহাকাল নির্ভর।
বাজাও দুহাতে দুন্দুভি অগ্নি রোষানল বহা জর্জর
নতুবা বানাও শান্ত স্তিমিত সমাজের শত হাহাকার।