দাঁড়িয়ে আছি অগনিত ছোট মানুষ পিন্ড
   ছোটো হতে হতে ক্রমাগত---,
        চোখে স্থির প্রগলভ্
    কবে কোন্ প্রাগ্ যুগ ছিটকে নামবে পৃথিবীতে,
হবে অবক্ষয় , যত মানবীয় --
       আমি আর আমার কাঙ্খিত
মিশে গেছে ধীরে ঝড়ের দাপটে কৃষ্ট মাটিতে-
        অতীতকে রাখবেনা আর
    নুতনের শঙ্খ প্রদীপ ,মঙ্গল আলো
    বরণের উপাস্য বাদ্যে আর-
              নব সঙ্গীতে, মুছে যাবো--
         পুরানের নিবদ্ধ সকাল।

সেই ঘূর্ণি থেমে গেলে নথীপত্র উধাও আমাদের
         চাঁদ গ্রহ আর উদ্ভট মানুষ
  নিকষ আঁধার নামিয়ে দিয়েছে বিদায়
   সে কোন্ আলোক সভ্যতার-
       নিয়ে গেছে মানুষের আলো,আশা,
       বোধ, যত কোমল আবেগ--
   আমাদের জিভ্, কান সূত্র মেলেনি
বলেছে, "প্রভাত হবে দু'ই পা ঢেকে দিলে ক্ষত
        বেহুলার সাধের  ডিঙ্গাটি---"।


ও মানুষ , চোখে নাও অতসী আলোক অতপর,
ছুঁয়ে দেখ নগরী হৃদয়, সাহসের অতলান্ত ছেঁচে
          দুর্নিবার ওদের আবির্ভাব ।
আমরা কালের গড়াগড়ি, রাজপথ,লোকালয়ে,
   সমাজেও আমাদের অঙ্গ গেল খসে-
ও মানুষ চক্রাকার ছিলে, ত্রিভুজ আদলে--,
           আমাদের নথীপত্র দাও--
দু'ই পা ডুবে যেতে যেতে শেষ প্রশ্ন লড়ে যাই,
     আমরাও আবিষ্কৃত নগরীর ঋদ্ধ আড়ালে
       বুনেছি জাতীয় ফলক,স্বপ্ন আহ্লাদ,
      ঘরে ঘরে হেঁটে গেছি প্রীতি সম্মেলনে
তারপর রমণের হাত ছুঁয়ে লতা গুল্ম বিতানে
  সম্ভাব্যের কচিকাচাগুলো ভ্রমর উদ্যান আর
                    গুচ্ছ সকাল।


সারে সারে খসা দেহস্তূপে ,পরিচয়,নথীপত্র দাও।