শেষ বেলাতে চুল ঝেড়ে যেই অায়নামুখো  
      আলতো হাসি সেই ইশারা,
          
           টিপ পরোনি ?
  
     আচল ভেজা নামিয়ে যখন ব্লাউজ সায়া--
মরণ এল জাপটে ধরে বুকের পাজা,
   চোক্ষে তখন খেলছে ঝোপের পাগলপারা
শেষ আলোকের ঝটকা লাগা সেই খালি গা
       এলো চুলের গন্ধে বিভোর
    
      কি তেল মাখো ?
    
       তুলছে যেমন পোজের ছবি
     লাজেই মরি এই অবেলায়
      
      মরণ কি চায় কিশোর ছবি ?  


রাতের শেষে মেঘের চাদর রং বুনেছে
প্রহর ছেড়ে সঙ্গগুলো রুপসা হয়ে
জল নদীতে আঁতর দানের টিপ পরেছে
ভোর প্রভাতে ঝিনুক খুজে কোচর ভরে-
এক একটা রাত পারিজাতের কেউর হয়ে
  দেহের খাঁজে সপ্তনরী হার দুলেছে।


হাসছে মরণ অঙ্গদানের চিনচিনে রোম
   বক্ষমাঝে লক্ষ উথাল কাঁসর বাজে
জাপটে ধরি শিরার কাপন শক্ত হাতে
  
     লাগছে তো বেশ !


      দরদরিয়ে ঘাম জমেছে
আঁচল তখন জড়িয়ে কোমড় সাবেক সাজে
  আলতো আলো বক্ষ আগল টোপ ফেলেছে
ঝট্ করে যেই ঠোট জড়িয়ে অাদর দিলো-
    মরণ আমার প্রেমিক বনেই উধাও হলো।