ও চোখে তোমার কাজল রুপটান
    তোমার চলার ছন্দ ফোটে আমার কাব্যে।
তোমার থরোথরো নম্র কলতান
আমি সাজাবো কোথায় ?
  উৎসব প্রাঙ্গনে তুমি ধীরে সরাও এলো চুল
   রাখবো কোথায় এ ছবি ?
হেটে যাও আমার হৃদয় প্রান্তে
   কড়াঘাতে আমি জর্জর--
      কেন কিছু বল না?


দু-হাতে তোমার কাকন জোড়া
    না বলা কথাটি ছুয়ে যায়--
শ্রান্তা ,তুমি জানো কি, আমার মদির জীবনে-
  নানা পটে তুমি অপরুপা কত রুপে?


শেষ বিকেলের আলো মেখে দেখে যাও
  তুমি,শুধু তুমিময় শাড়ী,টিপে,সজ্জায়,দামী কি দারুন!!
তোমায় রেখেছি আসরে মধ্যমণি
          এসে দেখবে না?


এই যাঃ! আনা হয় নি গুচ্ছ গোলাপ সাদা
   আজ,আজই দিতে পারতাম তোমায়---
        তবু ভীরু মন ভীরু কম্পন--
           পাগল বোল না আমায় ।