বৃষ্টি নামলো কৈ ভেজবার ছলে ?
  মেঘ বুঝি ম্লান ছিল আকাশের দলে,
বাউল তো গাইছিল উদাস হাওয়ায়
পটে ছবি ঠিক ছিল প্রকৃতি সভায়
তুমি তবু সে মেঘের পরবাশী দূত্
   দহনবার্তা দিলে অযথা নিভৃত
থেমে গেল মেঘরাশি আকাশের গান
    চলে গেল বৃষ্টিরা নিয়ে অভিমান
বৃষ্টি গোপন সুরে অলুথালু হলে
   কথা ছিল প্রাঙ্গণ ভরে যাবে ফুলে
ঋতুর গোপন সখা দয়িতের কানে
   চুপে সাজো বলে যাবে উৎসাহে প্রাণে
ঝড়লে অথৈ ধারা ভিজে মেঘরাশি
   ভ্রমরের মধুরেন সম্মতি আসি-
মিঠে কচি সবুজের রাশি ভালোবাসা
  জ্বেলে দেবে হৈ চৈ প্রকৃতির বাসা।


মেঘাকাশে শোরগোল বার্তা বিষাদ
     বহুরুপী মেঘ যেন নিঠুর নিষাদ
দলে মেঘ ঘোরে কত নানা রুপে ছলে
     কারে দেবে হৃদয়ের তৃষার অঞ্চল ?
বৃষ্টি নামলো মনে জল রংয়া মেঘে
     রোষে তার পুড়ে ছাই নিষ্ফলা প্রেমে
হলো না প্লাবন ধারা ভেজা উদ্দাম
     থেমে গেল ভীরু প্রেম প্রকৃতি সদন
বার্তায় বলা ছিল জলভরা মেঘ
       বিষাদের শূণ্যতা পূর্ণ আবেগ
প্রাণ সেজে চিরসখা প্রিয় ক্যানভাসে
       সাজাবে চিত্রপট হৃদয় আকাশে।