অস্ত্র দেবে ? বিবেক বৈরাগ্য তো চাই নি--
  দেখো হা' হুতাশ নেমে গেছে অপেক্ষাপ্রহর
ত্রিমাথার ত্রিস্তর বয়ে কোনো সাদৃশ্য নেই,
  অভিজাত ঘরে রোশনাই, মধ্যে হতাশা,
সাধারণ ক্ষয়ে গেছে দুরাশা তিমিরে--
   আমি আর মূল্যবোধের শোরগোলে--
দৃশ্য নেই কোনো ক্যামেরার ঝলসা খবরে।
দ্বারে সেই প্রাত্যহিকী খেলা--
কি দেবে জানা নেই সংবাদ বা অস্ত্র মাওবাদ
সয়ে যাই নির্বিচার ধুন্ধুমার স্পার্টাকাস
   গ্লাডিয়েটর কায়দা কৌশল--
দেওয়াল নকশায় কোনদিন বলেছি
অস্ত্র দাও বাঁচবার অথবা কেরামতি
নিয়তির ঢোক গিলে কোনমতে-
শিবির বানাবো, নতুবা মন্ত্রহীন ধূসর অালোয়
সেই পথ বেয়ে চলে যাবো
যে এসে দাঁড়াবে সঠিক পরিত্রাণ নিয়ে।