তোকে ছোঁওয়া হল না বলে
মনে মনে ভেঙেছি হাজার দেওয়াল ,
তুই বলেছিলি সে প্রাচীর ডিঙানোর নয়
-- নারী মন্ত্রে দোষ থাকে তাই--
কতটা প্রভেদ দেখাতে গিয়ে--
নিথর নগরী আর ধর্ষকের তফাৎ--
বলেছিলি " ভালোবাসা" প্রেমে অ-প্রেমে ?
প্রশ্ন সরাসরি ছিল, আমি পেতে পারি...?
  বাহুমূল, কুন্ডলী ঠৌট, তৃষ্ণা চিবুক তোর --- ছোঁওয়া?
পারি আমি ভালোবেসে দানাপানি খেতে
পারি আমি তোর বুকে লিপ্সা লিখে দিতে।


বলেছিলি ঐ মাঠ বয়ে প্রহরের স্রোত
আর নিরেট প্রাচীর , অবক্ষয়ে নিদ্রিত সমাজ
    আমার নিশানা অগোচর
রেখেছে সূত্র করে অতি আপনার --
  বৃহৎ গন্ডী এক মেয়ে ফাঁসকল
         ছুঁস্ না আমায়।
রাখিনি তফাৎ শুধু ফেঁসে গেছি ভ্রষ্ট ছোঁয়ায়
       ক্ষণিক ছায়ায়----
        বাজী ধরে বসেছিল যারা
  আজও তারা নেশার কবলে -----
    বেছে বেছে গুনছে ধর্ষণ  ---
      মৃত আর অ-মৃতের লাশে।