দুটি পথ আছে ,
সহজ, সরল, প্রত্যয় ---
আর আড়ালের গলিঘুঁজি ---
যে পথে আসবে তুমি প্রকারটা জানা চাই
বিশ্বস্ত সে পথে লাগেনা শিরস্ত্রাণ
আপন হৃদয় আলোয় সহযেই পথ মেলে
নিশানা চেয়েছ পথের----
দাওনি প্রকৃত সংজ্ঞা
আলোর বেজায় দ্বন্দে
রয়েছে আঁধার মগ্ন,
জেগে তাই কোলাহল
ধূলির হয়েছে বিষাদ
বিলাপের সংলাপে---
জেগে থাকে অপলাপ।
যে পথে আসবে তুমি
কানে তা জানান দিও
পথ যদি ভুল বলে
অাঁধারে বিলিয়ে দিও
না পেলে আমার দিশা
মেনে নিও সূচনায়
ভুল হয়ে গেলে তবু
আঁড়াল খুঁজো না বন্ধু
থাকেনা সরল প্রত্যয়
হাত তাই আঁধারের---
কালোয় মিলিয়ে যায়।