কিছুটা সময় ছিল ,কিছুটা সময় ব্যাস্--
স্বপ্নের সাথে জড়াজড়ি,
তোমার আমার পাততারি।
তারপর সে তুমি এক অন্য তুমি,
তুমি দূর গগন আমি ভূ--জমিন,
মেলেনা কিছুতেই তুমি আর আমি---
তুমি ছিলে খেলে যেত দখিনা পবন,
আকাশের রংয়ে ছিল বহ্নি উৎসব
হৃদয় উন্মুক্ত ছিল সাগর প্রবল,
আজ শুধু ভাটার হতাশা,
সেদিন রঙীণ ছিল প্রহর প্রহর, আজ কাঁটাতার
দৌড়-ঝাপ হাসি তামাশায়
দিনগুলো ভরা ছিল
তুমি ছিলে তাই, বড় অভিমান ছিল,
বলেছিলে সাগর দেখাবে সাতটি---
ভালোবাসা কত তার প্রমাণ দেখাতে---
সেই ছিল কিছুটা সময়
কিছুটা সময় ব্যাস্
আজ তুমি নেই তাই
সাগর দেখছি বটে সত্যি সাগর,
দু-চোখের জোয়ার ধারায়।