নামটি তোমার পড়লে চোখে
হাজার কাজের ভীড়ে
ঝাপসা ধূসর মন দরিয়ায় প্লাবন ওঠে
ঝড়ের দাপট ক্লান্ত নীড়ে।
হৃদয় তখন তেপান্তরের গল্প খোঁজে
দূর সীমানায় জমছে কষে কাব্য কলম
কাগজ কালি মৌন প্রহর হাতের খাঁজে।
কাল এলেনা? আমরা যেসব বৃষ্টি ফোটা কুড়িয়ে নিয়ে
ঝিঁনুকমালার স্বর্গ বানাই,
একটা দুটো ইট পাথরের
রেষারেশির স্বপ্ন হাউই,
পরশু ও নয়? হাতে আমার বৃষ্টিগুলো অসাড় হলো,
অসাড় হলো সারাটাক্ষণ
এলো জীবন ছন্নছাড়া বিবাগ হলো ,
অশান্ত ঝড় মনের ঘড়ে, মারছে ঝাপট খিল কবাটের,
অঝোর ধারায় বৃষ্টি পড়ে জীবন জুড়ে--- ।
যেই দেখেছি মধ্য গগন উঠছে ভরে প্রাণের আলোয়
পেলাম কারো নিমন্ত্রণ,
যেই দিয়েছি দু'চার ফোটা বৃষ্টিভেজা সাঁঝ সকাল
বুলিয়ে দিল আলতো আলো
দেখছি ফিরে স্বপ্নমাখা দিনগুলো
ঘিরছে আমায়, ঢাকছে আমায়, হাঁকছে আমায়
ওঠ সখি চল ওই এলো।