­মেসোপটেমিয়ার স্থিরচিত্রে বনলতা সেন
              পাশে তোমায় দেখেছি
              কবেকার বিমূর্ত কলরব।
মোমের আদল তাই গলে গেছে
                  স্থানীয় বিষাদ,
        চোখের কোটর নোনাধরা
                   মরুজল দুফোটা প্রণতি।


বুজেছে দামাল স্বর কন্ঠ কাঁপা
           হেমলতা,বসির,অাব্বাস--
        নীলাভের দ্যুতিতলে লুটাতেছে
           তোমার প্যারিস প্রিয়বাস।


স্বপ্নময় তারকায় উর্ব্বশী ছিলে
                  খচিত আঁচলে
         স্বর্ণময় ককটেলে বেজেছিলে
                    তুমি বিউগল।


শ্বেতবেদী আর তুমি অপার বিস্ময়
           কেঁপেছিলে যার বুক ঘন নিশ্বাস
                 সে আছে তিমিরে ।
        বিদিশাঅতলে ঘন অন্ধকারে।


সুখ ছিল দু দন্ড রেখে গেছে মোমের অাদল
           বনলতা তুমি মিশরের মমিদের
                 গন্তব্য চেয়েছিলে বুঝি ?
    বলেছিলে আঁধারের রাতে এক খোয়াদ্বীপ
               প্রাচীর পেরিয়ে সংসার বাঁকে ?
          সে কবি ভুলেছিল বুঝি
               নিশুতির তপ্ত বুক হিমায়িত
         প্রত্যুুুূষের দু দন্ড আলোকে।


ভুলেছিল নির্বিরোধ উঠে আসা হাত
             কোনদিন সীমানা গড়ে না,
      দেয় না উঠোনে কোন হ্যালোজেন আলো
       প্রখর চৈত্র জুড়ে আলোছায়া খেলা আর
      অগাধ অাঁধারে বুনে চলা ক্রমাচ্ছন্ন--
          মোমের প্রলেপে পিরামিড আর
         মেসোপটেমিয়ার স্থিরচিত্রে বিদীর্ণ-
             -স্থায়ী তুমি বনলতা সেন।