লকলক্ জিভ্ জ্বলে  
            কার্বণ ছেয়েছে শহর
        বারুদ মাখানো সম্ভ্রম
          এগোয়'না বেশী দূর ।


গুজরাট হতে পারে
         অথবা ফিলিস্তিন
        মিশে আছে শ'য়ে শ'য়ে
           কুয়াশার দুর্দিন।


ঢুকে গেছে মুখ পেটে
            অন্নরা হানাদার
       জিভ গলে জল হলে
            দিবসেই ব্যাভিচার।


না হলে তুমিই স্বার্থে
           ভাগাভাগি হতে পারো
      কানাকানি সংঘর্ষে
            বিষের করাত জড়ো।


ছিল সে তো আস্তানে
          বাঁচাতে পারেনি ঈর্ষা
      যুগের পাল্লা চলে
           খবরের পাত্ ঘেষা।


আগুনেরা শ্রেণীহীন
           বাতাসের জালে ঘূর্ণি
       ছাড়খার হতে পারে--
            হাহাকার মরুভূমি।


সরীসৃপেরা কোথাও
             লুকিয়ে ফেলেছে হানা
      চিনবেনা ওরা কিছুতেই
              আগুনের দিন গোনা।


কখন কিভাবে কি দেহে
               লালসা জড়াবে অঙ্গে
         ছড়িয়ে ছিটিয়ে ইশারা
               জ্বালবে আগুণ রঙ্গে।