এমনই সমর্পিতা,
বিক্রি ছবির দর ছিল ঘোর উচ্চতা,
তার কোকনদ বক্ষ মোহনার আর্দ্রতা
শুভ্র ললাট জোড়া সংবেদনের টীপ
কয়েক'শো মরুটান ধ্বস্ত নগর দ্বীপ।
দেখেছি হাজার বছর রৌদ্র ছায়ার সাক্ষী
চাঁদের হামাগুড়ি,  ব্যাস্ততা মাতামাতি।
খরস্রোতা কথা,  থৈ থৈ সারাবেলা
ছাতনায় কত খেলা পেছন পানের ভেলা।
বিকেল ভর্তি উত্তাল ঝলকের ময়ুরাক্ষী
ল্যব্রাডর এক শুধু  নীরব দিনের রক্ষী...।


তোমরা বলতে " আইডল  "
নিলামী সমর্পিতা.....
আজ ছলনার বক্ষ ভ্রুকুটির অনাদর
মগ্ন ছিল হুবহু তোমদের ইতিকথা
বিনিময় আর্ততা লোক চর্চিত অন্তর।
করতলে তার প্রত্যুষ, আলোকের আর্তি..
বিষাদ ছেয়েছে প্রহরে নির্ণেয় সমাদর।
সে ছবি বানালে সত্যি...
অবহেলা দিয়ে মানিয়ে, পৃথক সত্ত্বায়।  


আমরা চেয়েছি বানাতে
নিরাকার ঈশ্বর পথজোড়া যার বসতি
জনস্রোতে মহান পূজাচ্ছলে-
মেনে নেব সব হাহাকার,পথহারাদের আকূতি।


সে ছবি হেসেছে সুখ তোমার নিবিড় কক্ষে
দু'বেলা করেছ খেলা মিলনকুঞ্জ সারি
আজ কেন দেখি পথে দু'বাহু চ্ছলে ভিক্ষা ?


এ ছবি মেলেনা কেন সেই পুরাতন ছবি
মাত্র জলাঞ্জলি উচ্চতা নিরাকার কফীন ফ্রেমের যদি..
আজ ভিটে ছেয়ে কেন .... পর্ণমোচির ঋণ ?
সমর্পিতার ভ্রূ-র দরদাম উদাসীন,
ঝলসা প্রহর কেন অঝোর অশ্রুধারা
সমর্পিতা যার কোকনদ বক্ষ...
জঞ্জাল উৎকীর্ণ চুঁয়ে পড়া অ-নাসক্তি
শহর ঠেলেছে দূরে ? কেন কোন্ অবলুপ্তি
গড়েছ সমর্পিতার এ দ্বৈত প্রতিকৃতি ??