নুন আছিল পান্তা ছেল গরিব ভিটেল মাটি
কইল অহন চল্ তলানি টিপ ছাপ্পায় বা'টি।
জমিনট্য দে, অাপিস ল্যেগে কামের তাগিদ্য
বাবুছাহেব কড়কড়্যা ল্যোট আঁন্ধার রাতিত্য?
ভাত জোটেন্য খাওন লাগি বড় মাছের মুড়া
সোয়াদ লাগি চকচকা জিব এট্টু খাড়্ তোরা।
মন্ত্রী অাল্যো, নাচন হল্যো কামের কথা লায়
বাবু-বিটা ফাঁদ পাতিছে জখমী মানুষ চায়।
শহর জোড়া আনা-গোনা ধার দিছে ঐ লালা
মুইয়ের গতর বেজায় জবর কাম ঝুল্যানো হালা।
জান্ডা গাঁড়য় মুর জমিনে টিপের ছাবক দে
পড়ণ কাপড় হেটাও টান্যে উদোম করিছে।
ট্যাকা লিছ্যে, জমিন ল্যিছে, যোবন কাড়াকাড়ি
কামের বদল মন্ত্রী দিছে মরদ-বিটার সারি।
দ্যাশট্য নাকি অহন বেবাকচেয়ার উয়ার কিনা
অাপিস-কাছাড় জায়গা উদের মামা কাকা জানা।
কয় তলানি মুই বেচারী তগোর পাপের ফল
মারলি তরা মোদের রিপোট লিস্টি'ট্য সম্বল ?
পাঁক আছিল তগো মুহে মনে কালের কালি
মিছা কথায় মুহ্ ভরায়ে অহন শেষে গালি ?