থেমেছে তুফান তবু আয়লান সমুদ্র ভালোবেসে
চিরতরে তার হৃদয়ের ছাপ বক্ষে নিয়েছে মিশে।
কোন্ সে বামুন রোষের আগুন পথের কাঁটার দায়
জলের অতলে নধর শিশুর সমাধি আজ্ঞা দেয়।


মাসি ছিল কি সে পূণ্য যাত্রা অথৈ জোয়ার রোষ
চিরতরে তার আশ্রয় দিতে নিরাপত্তার আপোস।
যুদ্ধ,রক্ত,বোমার নিধনে ধ্বংসে আঁতুর মিছিল
বুকের কাঁপনে হাপর আওয়াজ যন্ত্রণা কিলবিল্।


ভাসছে প্লাবন আঁকড়ে জীবন অট্টহাসে মহাকাল
যমের পায়ের দৃপ্ত আওয়াজে শঙ্কার কোলাহল।
"দাও মা বিদায় বামুন সদয় যজ্ঞের অায়োজন
দেখো থেমে যাবে রক্তচোষার লোলুপ আক্রমণ"।


নিল শান্তির সবটুক দায় আরো কত অভাগন্
শিশুর ব্যথিত হৃদয়ের পরে যুদ্ধের প্রজনন্ ।
স্কেচের আদলে সমুদ্র ফ্রেমে আঁকা হল আয়লান
চির ঘুম  "ওঁং" শান্তি নিঝুম প্রগতির বলিদান।