বৃষ্টির দাপটে কলিরা ছাড়খার আবারও
কিছুতেই কুয়াশা সরিয়ে সচল হবে না শহর,
থামিয়ে দিচ্ছে বৃষ্টি ---
কেড়ে নিচ্ছে দৌড়ঝাঁপ, হুটোপুটি,ব্যস্ততা
আঁধার কুয়াশা মুড়িয়ে বলছে তুই তৃতীয় বিশ্ব---
এই ফাঁকে প্রথম বিশ্ব অর্থনীতির সুরম্য যোজনায়-
ব্যাপক পরিকল্পনা, বিজ্ঞানের ঘাড় গুঁজে
বৃষ্টিবন্দী স্বচ্ছ জলের কোলাজ যখন যেমন।
নিজ হাতে নিহত খসড়া অস্তমিত হলে-
আমাদের বলা হল, আকাশের মন বুঝে চলো-
তোমাদের তেমন সূত্র নেই, অগত্যা সেই রোদ, ছাতা।
আমরা ভিজছি তো ভিজছি-ই ছাতা ছাপিয়ে-
ফাঁক-ফোঁকর খুঁজে জল ঠিক এলোমেলো করে দিচ্ছে,
কত শত যুগ ধরে শুধু ঠেক্নার কেরামতি--
আর ঠেক্না সরিয়ে জলের দাপট॥
ঊসর মরুতে আমাদের কলিরা
তৃতীয় মেরুতে মুখ থুবড়ে পুড়তে থাকে,
বৃষ্টি বলে তোমাদের সূত্রেরা আধিদৈবিক তন্ত্রজাত
দেখ জলের দাপট তাই, শুধুই অধোগতি
আর নিদারুন খোলস পাল্টে কেমন,
ভাসাবার প্রবণতা - শুধু ঝাড়ফুঁক আর তন্ত্রের কেরামতি।