ছিল শখ্ কামাবার চুল দাঁড়ি যত যার
তেমাথার মোরে তাই--
ছুরি,কাঁচি দিয়ে ধার চেয়ার রিভলভার
প্যাঁক দিয়ে গড়েছি আসর।


সাদা থানে মুড়ে দি প্রবল মুদ্রাভীতি
সজোর এক টান মারি পকেটে
ছেলে,বুড়ো শহরের নিউ কাট আদরের
নিন্দার কত কি যে রটে ।


ঘ্যাঁচ ঘ্যাঁচ চলে কাঁচি দু আঙুলে ধরা বাজি
ঘচাং ফুঁ চালে মুড়ে মাথারে
ঘোল ঢালি কখনও বা চটকাই কিল,ঘুষি
ফকটিয়া টাঁকেরে।


রয়েছি অপেক্ষায় আরো কত বাহানায়
ছড়ানো লজঞ্জুস্ গ্রুপ এ বি আবলুস্
দুধে ক্রীমে ভরপুর মাথা চলে ফুরফুর
বাবুবিবি ঢঙে খাবি খায় রে।


দিন শেষে ঘসটাই চুলের পাহাড়টাই
আমাদের চুলের শহরে
আমি আর চুলে গড়ি কত শখ্ জড়াজড়ি
হিন্দিতে কয় যাহা ভাইরে।