তবুও এক হয় না কিছু ক্ষোভ
জ্বলে যাওয়া ঝঞ্ঝায় নথী রেখে
পড়ে থাকে ভস্মের ‌ধংসস্তুপ,
আঁধার ফুরিয়ে যাবে বলে চেপে যায়-
সহজাত বিমিশ্র হ্যালোজেন,
চলতি পথ ক্ষুধার্ত ভেবে ইশারার লেনদেন,
পড়ে থাকে যাতায়াত আর
সাময়িক ভালো হওয়া ধূর্ত সময়।
শরীর মেলে না কখনও ঘষে, পিষে, থেতলা হলেও
মেলে না মনে মন প্রকৃতই-
দেখেছি যা ভ্রম শুধু ,
থাকেনা কথারা হৃদয়ের ঘরে
মন থেকে মনে বিছায় প্রদাহ
ফের নথী হবে বলে আমাদের আগাম শরীর,
কবেকার প্রিয় সেই ঘর
দুটি শরীরেই বিভাজিত তবু
শ-শরীর আমি আর খন্ডিত তুমি।