কে যেন চলে যায় সমস্ত ক্রোধ
                     উদ্গীরণ করে ,
বহু ক্রোধ জমে গেছে, কারা যেন ছড়ায় আগুন
   আগুন,আগুনে মিশে ঘর,বাড়ী,
      ক্লেদ, প্রেম,স্নেহ,দয়া, পরিচিতি সব।
তুমি নও তো রাষ্ট্র ? সমাজ ? তোমরা ? আপনারা ?
রোয়াকে বিতর্কিত আড্ডায় কথা হল--
শ্যামলীর পিসি তার বোনপো'র ননদ জামাই'কে
মাংসের নামে খাইয়েছিল শূয়োরের মাংস....
ওই উর্বশীর পাঁচটি যুবকের সাথে গোপন প্রেম,
শলাকাটার ডেলিভারী হোমে পাঁচ'শ নিয়োগ হল,
আরো পাঁচ হাজার ডেডবডি চেরবার, পাঁচ লক্ষ শুধু
  বিষ সাপ্লাই, অর্থাৎ অষুধের নামে ।
হাসপাতালগুলো ভরে গেল সটান বিষ খেঁকো রুগী,
তার জন্য আয়া,নার্স,ডাক্তার,সুপারিন্টেন্ডেন্ট আরো
প্রায় তিন হাজার, সব নাকি তলে তলে ।
আর একদল নিয়োগ হল আবারো সারদা গ্রুপের
প্রিসাইডিং রুপে, কিভাবে বন্ডের পেছনে হোতাদের
   হাতে চলে যায় ওদের ভাগ্য টাগ্য সব।
প্রকারান্তরে ওরা শুধু লিস্টেড আর লিস্টেড।
ক্ষোভ ঘরে,বাইরে, রোয়াকে,মাঠে,ময়দানে,পরিবারে,
এমন'কি পন্ডশ্রমের তিনমাসের টাকায় ....
প্রেমিকার কানের কাছে মুখ সটান ঝাপটা আদিখ্যেতার,
   সে আগুনে পুড়ে যায় মুঠো মুঠো মান,অভিমান
         ছোট ছোট মানুষের ছোট ছোট সুখ।
কেবলই হৃদয়ভাঙা জজমান্ গুনগান, ওদের বধির লিস্ট
   কেবল বধির,ওরা চলে যায় অপমানে,
ভাঙতে,ভাঙতে ক্রোধের আগুনে ভুলতে ভুলতে...   আত্মীয়তার মানে, প্রেমের মানে, পরিচিতির মানে...
            চলে যায় ওরা চিরকাল।
কে যেন ছড়ায় আগুন, তুমি নও তো ?
   রাষ্ট্র ? সমাজ ? মানুষ ? কে দায়ী? দায়ী কে?