ছুটছে কলম ফুটছে কলম
দীঘল ক্ষেতের বুক জুড়ে
ধানের শীষের কাঁপন ধরে
মাঝ গগনের প্রান্তরে ।


উড়ছে কলম হাওয়ার বেগে
ভাঙছে বেবাক সমসকার
চার দেওয়ালের ঘুম ছুটেছে
নূতন প্রভাত নমস্কার ।


জাগবে এবার কূল পরীরা
ঘরের আগল প্রভেদ নাই
বলবে কারা নাই চেতনা ?
জাগরনের সমাজ চাই ।


সব জেনেছি ঝড় কেন হয়
ঘূর্ণি আসে তীর বেগে
রাত দুপুরে আলোর নাচন
দিনের মাঝে ঘোর লেগে.....।


চৈতি চোখে পথ খোঁজে কার
কোন্ বোশেখি পথভোলা
কোয়েল সুরে মাতাল কেন
বসন্ত বায় পাল তোলা।


আনমনা মন কোন অতলের
রহস্য চায় রাত্রদিন
কোন গগনের সূত্র মেলে
ঘুম ভাঙা ভোর আলসেমির ।


কোন অজানা মারছে বিবেক
খাচ্ছে ঘিলুর সংজ্ঞাটি
কলমবাজের ঠমক্ বেজায়
জানছি আসল তথ্যটি ।