মাটি নিয়ে খেলবার ছলে-
   গড়েছি তোকেই ,অবিকল আঁচলের তলে-
বিন্দু বিন্দু সুখ কারুকাজ নকশীর মাঝে-
   সব মাটি পুতুলের ঘরে তারাদের সাজে-
ছুঁয়ে যাই ভ্রান্তির এলোক্ষণে
  আগোছালো ঘুমে আনমনে।
ডগোমগো লাউয়ের ডগাটি
মাটি ফুঁড়ে তুই নধর দোপাটি।
শহরের আলাপন ধেয়ে গেছে
পরিপাটি আসরের ধাঁচে-
  মৃত মুখ হয়ে আছি বহুকাল
অনাহূত আগাছায় দেখছি সকাল।
দেখছি তোকেই ইশারায় শুধু তোর-
খেলার ধরণ, ছুঁয়ে দিয়ে আলতো আদর।