শুনছ নাকি পুরুষ বেজায় উদার, মহীয়ান
নারীর বেলায় কুচুট ভারী, জঘন্য,শয়তান।
মন্থরা আর কৈকেয়ীদের জাত আলাদা ভাই
হিংসা অনল দাঁতের বিষে ভাঙছে দেউলটাই।
গড়ছে যারা ভাঙছে অ-ধিক সুর্পনখার দল
রাবণরাজের ঘোর অনাচার সুঠাম বাহুবল।
অতীত ঘেটে প্রমাণ মেলে কম কিসে ঐ পলু
ফারেনহাইটে ডিগ্রী মাপে সুরমতিয়ার দুলু।
পাঁচটি কিশোর কাত করেছে দশটি কবিয়াল
ঘায়েল করে বিষ্টু দাদার ছানা পোনার দল।
ধার ধারে না অন্নদাতার শেষ মিনতিটুকু
বুক ফুলিয়ে হাঁক দিয়ে যায় মহান হৃদয় শুধু।
নারী,নারী,নারী নামের সভার অাসর সাজ্
আমরা আছি শেষ গোঁজামিল বিদগ্ধ সমাজ।
বিকোয় টাকায় সমাজ নামে সস্তা মগজ আরো
মানুষ বিকোয় পাঁচ সিকে দাম মাগ্না ঘোরতর।
জাগছি যখন প্যাঁচ্ প্যাঁচালি ঘাত্ প্রতিঘাত্ পিছে
দিচ্ছে জানান বেত ধরেছি জল দেব না শেষে।
মন্থরা বাঁশ সঙ্গে আছে ফুসফুসি দেয় কানে
হিংসে পুরুষ জ্বলছে রোষে কৈকেয়ীদের তানে।