তবুও তিতাসের বুকে নোনাজল
   তোমার থৈ থৈ.....
এক নিরলস বিশ্বাস ছুঁয়ে কতকাল-
   স্বপ্নের যাতায়াত তোমায় ছায়ায়-
বুক ভরা গন্ধ তার ,নিবৃত্তি নেই কোনমতে
অাহত রোদ্দুর মরা বুক জাগা চরের মতন.....
নি:শব্দে ভালোলাগা কায়া হতে গিয়ে
নুঁয়ে যায় দালিম ছায়ায়....,
জেগে থাকে স্রোতোস্বীনি বৃন্ত উথ্থান
কেন যাও দখিন দুয়ার খুলে ?
বিশ্বাসী রাত আমি জ্বলন্ত নি:শ্বাস
একা অরাজগ জল কেলী রাতভর
ভাঙা চূড়া গড়মিল খেলা....অপেক্ষায়-
শৈশব হয়ে গেছে,ভাটায় অতল
দালিম খোঁজার ছলে শুষ্কতায়-
কাঁটা ছেড়া দুর্বল পাঁজর দীর্ঘশ্বাস।
সময় প্রহার চলে অকাল নিধন...
নিবৃত্তি দাও ওগো, কিংবা দালিম সুখ
নিদারুন জলরোষ হজম হবার।