অকাল বিশ্রাম নয় , ক্ষেত হতে স্বর্ণ উপার্জন
প্রদাহের দাহ্ নয় ,  উৎকর্ষ প্রেম প্রস্রবণ
কোপন পরিধি নয় , বিস্তৃত উৎসারিত মন......


দু'জনের হৃৎপিন্ড ছুঁয়ে আছি
                     সমান আমন্ত্রণ
             বুঝেছি দু'জনে    নিরুত্তর তবু
          নি:শব্দ দেওয়াল আর সরীসৃপ কিছু.....।


দ্বিধা,দ্বন্দ সমাজ আবর্তণ
          বৈতরণী মাঝে
     ভ্রুকুটির তীব্র আস্ফালন,
     বনজ নিয়ম দেওয়ালের ঘাড় বেয়ে
     মনে প্রাণে ঘাত্ প্রতিঘাত্
নি:সার পরে থাকি চেতনার তলে,
দেখি ওরা পরস্পর বিলীন শরীর।