আমায় বুঝে নিতে পারনি এটাই ছিল ভুল,
প্রথম শৈশবে তোমায় আচমকা দেওয়া রক্ত গোলাপ
আর লজ্জার আড়াল, তারপর মুখ ঢেকে অনিশ্চিত যাতায়াত
নৈতিক ভুল ভ্রান্তির গন্ডী পেরিয়ে , প্রেম আবিষ্কার।
দৈনিক খাতার দ্বন্দে কতই কাটাকুটি খেলা
শূণ্যটা আমিই বসাতাম আর কাটার ঘরটা ফাকাই থাকত,
তোমার চিবুক ছিল আমার প্রিয় ক্ষতস্থাণ.....
তপ্ত শিকের হাজার ওয়াট বিদ্যুতের শিহরণ
অথচ কি বোকা ! একটুও বুঝতে না তুমি....
সারাক্ষণ নির্বাক চেয়ে থাকতে সেন্ট পিটারের দিকে
তার আসা যাওয়া মিনি স্কার্ট সেই সেরেনা গোমস্,
যে তোমাকে মোটেও পাত্তা দিতনা।
একদিন আলাপ হল, জানলাম-
তোমরা একই সঙ্গে স্কুলে যাও....
যখন আমি নিছক স্বপ্নের সাথে বাসর সেজে বসেছি
আমার দিনগুলো,মাসগুলো ক্রমে বছরগুলো
ভ্রান্তির অপলাপে শুষে নিত আমাকে
বই থেকে,ক্লাশ থেকে, সবকিছু থেকে,
প্রথম জানলাম আমি যোজন দূরে সরে গেছি
ততক্ষণে আমার রক্ত গোলাপ সেরেনার ফিজিক্সে
ফসিল হয়ে গেছে, আর সেরেনা তোমার চিবুকে
প্রথম রেখেছে মুগ্ধতার ছাপ......।
তারপর আরও কিছুকাল, হঠাৎই এক দিন
আমার পথ আগলে...
এক গাল দাড়ি....উসকো চুল,
বাড়িয়ে দিলে আমার গোলাপ ফসিল
বললে," সে গেছে"।