তোমায় বুঝে নেব বলে ছন্ননীড়
অাগামের ঘরে ভাবনা নিকেশ
জন্মকে ধরে রাখা বোবা সমর্পণ
হিসেব গরমিলের দর্পণ উদভ্রান্ত্ আমার
কালের পরিসর গন্ডীতে ........
বনিয়াদ চলে প্রতি মুহূর্তে রোমন্থন....
আবার জন্মানো যায় না তাই-
ম্রিয়ম্রান শব্দের কষাঘাত-
কোষের বুকে মৃত্যুর পরোয়ানা আর
গভীর ছত্রাকে আত্ম সমর্পণের সহাবস্থাণে
যুগ যুগান্তের যাতায়াত ।
ছন্ননীড় সংলাপহীন হিসেব মেলেনা কিছুতেই
প্রসবের মতো অগুন্তি সময়
ঘর বেয়ে নেমে গেছে মামুলি ধূলায়.....
তারপর ধূসরিত কালের দাপটে
ঝঞ্ঝার তান্ডব আর রুদ্ধস্বর পিষ্ট জন্ম ফের,
জন্ম জন্ম জন্ম বারংবার,বারবার
প্রান্তরহীন,জনহীন,প্রাচীরবিহীন বেহেমিয়ান দ্বীপে..
খসে যাওয়া সময়ের মতো আগামের ঘরে
চলে নবীকরণ আমাতে ওতে
কতনা ঢঙে, কতনা কায়দায়.......।