জাগরণ হলে বলেছে
                কিউবার সন্ততি,
জাগলে রশ্মি তথাপি
                 আঁধাআধি সম্প্রীতি।
দিনের সূর্যে ঘনালো
                  ঘোর তমসার কালো
কিছুকাল তাপ রেখে
                   মোমবাতি জ্বেলে দিল।
হাতে হাত মুঠি ইমারত
                    নাকি গড়েছো নকল ভিত্
খোলা মাঠ হতে নিমেষে
                    ফিরে এল সংম্বিত।
ঘাসের আড়ালে আবছায়
                   রাখা আছে ষড়যন্ত্র
গোয়েন্দা অতি তৎপর
                   পেয়েছে আদিম তন্ত্র।
শয়ে শয়ে আরো ততোধিক-
                   যুগ শহীদের আশ্বাস
তখনো আমরা জীবস্ত
                   গনেছি মৃতের লাশ।
এমনি আসিনি আমরা
                    লক্ষ লাশের বক্ষে
লেখা হয়েছিল নিরাময়
                    ছুঁয়েছি ঘুঁটি সমক্ষে।
বারুদ বারুদ বলে
                  আরো জলাঞ্জলি চাও?
ছায়া মেঘ ছেয়ে দিলে
                   বর্ষা ছাপিয়ে যায়।
দু'এক কোটির বিনিময়
                  চিট্ ফান্ড কেলেঙ্কারী
জ্বালবে আঁধারে সহসা
                  অালোকের দাদাগিরি।
ঘাস পথ মুখ মেলাবে
                  বারুদের মেটো মলাটে
ছেড়া সন্ততি লোটাবে
                  খবরে অথবা ললাটে।
জেগেছি আমরা সকলে
                   ঘুমের ভানের মতো
অযথা রেখেছো কল্কে
                    অতীত দিনের শ'তো।
চোখ জুড়ে গেছে সহসা
                    নক্সার রঙ্গমঞ্চে
মেঠো পথ শুধু প্রহসন
                     তামাশার প্রপঞ্চে।
ঘরগুলো নেই সংসার
                    হাঁড়ি-কুড়িদের সহবাস
আমরা একদা কক্ষে
                   বুনেছি আলোর নির্য্যাস।
লক্ষ হাতের দরবার
                   বিকি কিনি আর অপচয়
রেখেছি মুঠোয় তাই
                    অকৃপন সঞ্চয় ।
জেগে যদি আসে রাত
                    রশ্মি কিসের প্রভা?
ভেবে নেব দিন রাতেই
                    আসন্ন জনশোভা।