গন্ডীর বাইরে এবটু জায়গা রেখ
    প্রাণ ভরে নিশ্বাস নেবার.....
প্রাণ ভরে ছোটবার জায়গাটা বিছিয়ে রেখ না
  তারকাঁটার রক্তাক্ত যুদ্ধ,
   বিষন্নতায় খোলা দিগন্তে ঝড়াতে দিও
   অগাধ মনস্তাপ,তোমায় বিশ্বাস করবার।
নইলে আমাদের মানবিক গঠনে
আবার গজাবে পাশবিকতার অতীত।