আগুনকে আজ পণ করেছি
            পাথর হিসেব চাই
চূর্ণ বাতাস এলোমেলো ঝড়ের-
            আভাস ছড়িয়ে দিল
মন কেমনের বিষাদ বয়ে
             তোমার পরশ পাই।


কাছে পিঠেই আঁতর এল
              বুক ভরা এক স্বস্তি দিল
দুলল পাতায় মিঠেল স্মৃতি
               মাঝখানে ঠাঁয় অতীত প্রীতি
হঠাৎ করে মনের আগল
                অ-সাবধানে সরিয়ে নিল।


দেখছি কি যে আপনমনে
                নিজের মাঝে কে যে আছে
কে রাঙিয়ে মান ভাঙিয়ে
                 কখন যে কি দুষ্ট সাজে
আলোয় ফেরে মেলায় আবার
                  ভাবছি যে কি সকাল সাঁঝে।


কোনটা গহীন অর্থ অাছে
                  আগুন নাকি ফাগুন হল
কি বুঝি আর কি বুঝিনা
                  কোনটা অকাল সকাল বেলা
পথের হিসেব পাথর গ'নে
                  সামনে এসে ফের মিলালো।