ঠাঁ ঠাঁ তেষ্টায় জল দিল যে যুবক
   বললো,"সামলে চলুন"--
তাকে আমি ভালোবাসলাম--
জলা,জমির পাঁজর ফাটিয়ে রয়ে গেল সে,
আমার চেতনার অনাবিল স্বাচ্ছ্যন্দের
হাত,পা ছড়ানো ভূমির অখন্ড মাধুর্য্যে।
তখনো ধূ ধূ ছিল ব্রম্মান্ডে প্রেমের হৃদয়
কেনা যায় না জেনেও ঘুরলাম বাজারে--
ধমনীর চরেরা জানান দিল মানুষের মুখ নেই,
জিঘাংসার ঘিলুতে জন্ম নিচ্ছে ভাইরাস
জিভ সরে গেছে প্রকৃত স্থাণ থেকে,হৃদয়ের মতো।
থমকে ছিলাম কতকাল জানা নেই,
একদা আমায় আবিষ্কার করা হল
ঘেঁটে,ছেনে দেখল কেউ--
জানা গেল হৃদকম্প নেই---
আবার সেই কবি এগিয়ে দিল হাত,
অনাদৃত ভূমে জন্ম নিল ভালোলাগা
হৃদয়ের ধুকপুক্ , আমি রোমাঞ্চিত হলাম--।
সে আমার ধূসর চোখে চোখ রেখে বলল,
" সুন্দর তুমি, আমি কি বাঁচবো আবার"?